কো-পাইলট প্লাস পিসি আসুস ভিভোবুক এস ১৫
- আহমেদ ইফতেখার
- ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আসুস ব্যবহারকারীর চাহিদা এবং যুগোপযোগী প্রযুক্তির কথা মাথায় রেখে ব্যবহারকারীদের জন্য ভিভোবুক, জেনবুক এবং প্রোআর্ট সিরিজের ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে। সহজে বহন করা ও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য জনপ্রিয় হয়ে ওঠে আসুসের ভিভোবুক এস সিরিজের ল্যাপটপগুলো।
আকর্ষণীয় ডিজাইন ও অত্যাধুনিক এআই প্রযুক্তিকে এক করে আসুস নিয়ে এলো ভিভবুক এস ১৫ কো-পাইলট প্লাস পিসি ল্যাপটপ। এই ল্যাপটপটি সাধারণ যেকোনো ল্যাপটপ থেকে আলাদা। কারণ এটি বাংলাদেশের প্রথম এআই চালিত ল্যাপটপ যা ডিজাইন করা হয়েছে পেশাগত ও সৃজনশীল ব্যবহারের জন্য। এআরএম-বেইজড স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর ও ১৮ ঘণ্টা ব্যাটারি ব্যাক-আপ দেয়া এই ল্যাপটপটি বর্তমান যুগের অন-দ্যা-গো লাইফস্টাইলের জন্যই তৈরি করা হয়েছে। বাংলাদেশের বাজারে এই ল্যাপটপটির মূল্য এক লাখ ৭৪ হাজার ৯৯০ টাকা।
পারফরম্যান্স
ভিভোবুক এস ১৫ কোপাইলট পিসিটিতে রয়েছে এআরএম বেইজড স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর, এর ১২ কোর চিপটি অনায়েসে মাল্টিটাস্কিং করতে পারে। কোনো ল্যাপটপ এআই ল্যাপটপ কিনা তা নির্ধারণ করার মানদণ্ড ৪০ টপস সম্পন্ন এনপিইউ, সেখানে ভিভোবুক এস ১৫-এ রয়েছে কোয়াল্কম হেক্সাগন বিল্ট-ইন এনপিওইউ যা এআই টাস্কগুলো ৪৫ টপসে সম্পন্ন করে মানদণ্ডকে সহজেই অতিক্রম করে। ল্যাপটপটিতে রয়েছে ১৬ জিবি এলপিওডিডিআর৫এক্স র্যা ম ও ৫১২ জিবি আল্ট্রাফাস্ট পিসিআইই ৪.০ এসএসডি যা বড় ফাইল ও এপ্লিকেশন নির্বিঘেœ পরিচালনা করতে সক্ষম।
ল্যাপটপটির অন্তর্ভুক্ত এআই টুলগুলো ডিভাইসটিতে আলাদা মাত্রা যোগ করেছে। ডেডিকেটেড কো-পাইলট কি দিয়ে তাৎক্ষণিক এআই ফিচারগুলো যেমন, লাইভ ক্যাপশন ও কোক্রিয়েটর ব্যবহার করা যায়। ফলে ট্রান্সক্রাইব করা, ভিজ্যুয়াল তৈরি করাসহ আরও অনেক করা যায় এক ক্লিকেই। যদিও এই এআই ফিচারগুলো এখনো বিকশিত হচ্ছে, ভবিষ্যৎ কম্পিউটিং অভিজ্ঞতায় এআই-এর প্রভাব কেমন হবে তার ঝলক দেখাচ্ছে আসুস।
ডিসপ্লে ও অডিও
ভিভোবুক এস ১৫-তে রয়েছে ১৫.৬ ইঞ্চি থ্রি-কে ওলেড ডিসপ্লে, যার ১২০ হার্জ রিফ্রেশ রেট চমৎকার ভিজ্যুয়াল উপস্থাপন করে। এর ভাইব্রেন্ট কালার ও ডিপ ব্ল্যাক টোনের কারণে সিনেমা থেকে স্প্রেডশিট সব কিছুই অসাধারণ দেখায়। পাশাপাশি, ডলবি এটমস ও হারমান কারদন-সার্টিফাইড অডিও সিস্টেমের কারণে ক্রিস্টেল ক্লিয়ার হাই ও শক্তিশালী বেজ পাওয়া যায়। ফলে কনফারেন্স কল থেকে গান শোনা সবকিছু তাই চমৎকার অভিজ্ঞতা পাওয়া সম্ভব।
ব্যাটারি লাইফ ও স্মার্ট কুলিং
ল্যাপটপটি ১৮ ঘণ্টার উপরে ব্যাটারি ব্যাক-আপ দিতে পারে। তাই আপনি ভ্রমণে বা অফিসে যেখানেই থাকুন, চার্জিং আউটলেট না খুঁজে কাজে মনোযোগ দিতে পারবেন সম্পূর্ণভাবে। এতে আছে আসুসের আইস কুল থার্মাল প্রযুক্তি, যা ল্যাপটপটিকে ঠাণ্ডা ও নীরব রাখে।
এআই ও কানিক্টিভিটি
আসুস ভিভোবুক এস ১৫ এর সবথেকে আকর্ষণীয় ফিচার হলো এর এআই সক্ষমতা। এআই টুলস যেমন মাইক্রোসফট কো-পাইলট এবং কো ক্রিয়েটর ব্যবহারকারীদের কাজের গতি ও সৃজনশীলতাকে বৃদ্ধি করবে এই আশা করা যাচ্ছে। কল্পনা করুণ, আপনি কাজ করার সময় রিয়েল টাইমে আপনার কম্পিউটার রিয়েল টাইমেই সামারাইজ করছে অথবা, কোনো ডিজাইন সাজেস্ট করছে যা আপনার কাজকে আরও আকর্ষণীয় ও সহজ করে তুলছে! এটি এআইকে দৈনন্দিন কম্পিউটিংয়ে অন্তর্ভুক্ত করার শুরু মাত্র এবং ধারণা করা যায় ভিভোবুক এস ১৫ এর মাধ্যমে আসুস স্পষ্টতই নিকট ভবিষ্যতে আরও কার্যকরী এআই অভিজ্ঞতার পথ প্রশস্ত করছে।
এই ল্যাপটিওতে পাবেন ওয়াই-ফাই ৭ যা দিয়ে সর্বোচ্চ গতিতে ইন্টারনেট সুবিধা। কারণ ওয়াই-ফাই ৬ এর চেয়ে এটি ৪.৮ গুণ বেশি গতিসম্পন্ন। এছাড়া এতে রয়েছে ২টি ইউএসবি-সি পোর্ট, দু’টি উইএসবি৪ পোর্ট, এইচডিএমআই ২.১, মাইক্রোএসডি কার্ডরিডার ও একটি ৩.৫ মিমি অডিও জ্যাক যা যেকোন প্রয়োজনে আপনাকে কানেক্টেড রাখবে সবসময়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা